Ad Space 100*120
Ad Space 100*120

৫ম ধাপে লক্ষ্মীপুরের ৬ ইউপি নির্বাচন হবে কিনা জানা যাবে বিকেলে


প্রকাশের সময় : ২ years ago
৫ম ধাপে লক্ষ্মীপুরের ৬ ইউপি নির্বাচন হবে কিনা জানা যাবে বিকেলে

ঢাকাঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তফসিল ঘোষণা হবে। সোমবার দুপুরে আরও এক হাজার ইউনিয়ন নির্বাচনের দিনক্ষণ জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এতে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ, লাহারকান্দি, চর রুহিতা, দালাল বাজার, বাঙ্গা খাঁ, দক্ষিণ হামছাদী ইউপি নির্বাচন হবে কি না তা জানা যাবে। মূলত মামলা থাকায় এসব ইউপি নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় কমিশনের ৯০তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা
ইসি সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটের তারিখ ও কতটি ইউপিতে পঞ্চম ধাপে ভোটগ্রহণ করা হবে, সে বিষয়ে ওই কমিশন সভায় আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন আগামী কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে।
উল্লেখ্য, গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।