প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভৃঁইয়া বলেছেন আওয়ামীলীগের দলের মধ্যে কিছু খন্দকার মোস্তাক রয়েছে । এরা পৌরসভার নির্বাচন বন্ধ করার নানান ভাবে ষড়ষন্ত্র করছে। আদালতে গিয়ে নির্বাচন বন্ধ করার জন্য চেষ্টা করছে। তাদের ষড়ষন্ত্র কখনো সফল হবেনা। আগামী ২৮ নভেম্বর (বুধবার) বিকেলে পৌর নির্বাচনে খন্দকার মোস্তাকদের বিতাড়িত করতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
২৪ নভেম্বর (বুধবার) বিকেলে ১নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় কেন্দ্রিয় শ্রমিকলীগ নেতা তোফায়েল আহমদ, শাহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি ইসমাইল হোসেন, এ্যাড: জসিম উদ্দিনসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :