লক্ষ্মীপুর: গতকাল মঙ্গলবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সভায় ৪র্থ ধাপে আওয়ামীলীগের দলীয় পেলেন লক্ষ্মীপুরের ১৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তারা হলেন ১ নং উত্তর হামছাদী এমরান হোসেন নান্নু, পাবর্তীনগর ইউপি সালাহ উদ্দিন আহমেদ ভৃঁইয়া, উত্তর জয়পুর মিজানুর রহমান, চন্দ্রগঞ্জ ইউপি আইনুল আহমেদ তানভির, হাজিরপাড়া নুরুল মোরছালিন, চরশাহী মো: জাহাঙ্গীর আলম, মান্দারী ইউপি মিজানুর রহিম, ভবাণীগঞ্জ ইউপি আবদুল খালেক বাদল, কুশাখালী ইউপি নুরুল আমিন, চর রমণী মোহন ইউপি আবু ই্উসুফ ছৈয়াল, বশিকপুর ইউপি আবুল কাসেম জেহাদী, দত্তপাড়া ইউপি এটি এম কামাল উদ্দিন, দিঘলী ইউপি শেখ মুজিবুর রহমান, শাকচর ইউপি মাহফুজুর রহমান, টুমচর ইউপি নুরুল আমিন লোলা প্রমুখ। আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক দিলিপ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :