লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডগুলোতে বইছে ভোটের হাওয়া। হোটেল, রেস্তোরাঁ আর চায়ের দোকানগুলোতে নির্বাচনী আলাপ–আলোচনায় মেতে উঠেছেন ভোটাররা। নির্বাচনী সভার পাশাপাশি প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন, ভোটারদের মন পেতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন।২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিনে তাঁরা বিভিন্ন এলাকার পথে পথে ঘুরে আর রাতে মুঠোফোনে ভোট চাইছেন। দিনে গণসংযোগ শেষে রাতে প্রার্থীর বাড়িতে চলছে পরদিনের প্রস্তুতি বৈঠক। এরপর ফোন করে এলাকার সচেতন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র পদে লড়াইয়ে নেমেছেন চারজন। ১৫টি ওয়ার্ডে ৮০ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২০ জন। পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৭১ হাজার ৩২২।
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লক্ষ্মীপুর পৌরসভায় টানা দুবার মেয়র নির্বাচিত হয়েছেন আবু তাহের। তবে বর্তমান মেয়র আবু তাহের এবার নৌকার মনোনয়ন পাননি। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র পদে তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী শাসনতন্ত্রের জহির উদ্দিন, এনডিএমের আবদুর রহিম স্বপন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহির আল মামুন।
আপনার মতামত লিখুন :