যশোরের চৌগাছা উপজেলায় মামার বাড়ি যাওয়ার সময় পথে আটকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।তারা হলেন- উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরাজি সুলতানপুর গ্রামের সোহাগ হোসেন ও বিপ্লব হোসেন। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন এক সন্তানের জনক সোহাগ। মেয়েটি রাজি না হওয়ায় তাকে নানা হুমকিও দেন তিনি। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় মেয়েটি মামার বাড়ি যাচ্ছিল। এ সময় সোহাগ ও তার সহযোগী বিপ্লব পথ আটকে তাকে ধর্ষণ করেন।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :