সারোয়ার মিরন: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বেশিরভাগ সময়ই তালাবদ্ধ থাকে। বেশিরভাগ সময়ই কর্মস্থলে থাকেন না কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে নানান হয়রানি এবং ভোগান্তির স্বীকার হচ্ছেন সেবা প্রত্যাশিরা।২৩ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১ টায় সরেজমিনে গিয়ে ঐ স্বাস্থ্য কেন্দ্রে শুধুমাত্র একজন স্টাফকে পাওয়া গেছে। এ সময় অন্য সকল কক্ষ তালাবদ্ধ দেখা গেছে। স্বাস্থ্য কেন্দ্রটিতে এতটাই নিরবতা বিরাজ করছে যে দেখেই মনে হবে কোন এক পরিত্যক্ত ভবন এটি। প্রায়শই থাকেনা ডাক্তার কিংবা অন্যান্য স্টাফরা।
জনশূন্য ভবনটির প্রতিটি রুমে তালা লাগানো। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভিতর থেকে স্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর আয়েশা বেগম নামের একজন মহিলা বেরিয়ে আসেন। ডাক্তার ও অন্যান্য স্টাফ কোথায় জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।
রামগতি পৌরসভার প্রাণকেন্দ্র আলেকজান্ডার বাজারে অবস্থিত এই স্বাস্থ্য উপ-কেন্দ্রের এমন বেহাল অবস্থা উদ্বিগ্ন করে তুলেছে এলাকাবাসীকে। সম্পূর্ন খামখেয়ালিপনা-স্বেচ্ছাচারিতা আর মন মতো অফিস করাসহ নানা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত আলেকজান্ডার ইউনিয়ন স্বাস্থ্য উপ-কেন্দ্রটি।
স্থানীয়রা জানায়, এখানের স্টাফরা মাঝে মাঝে মন চাইলে এসে কিছুক্ষণ ঘুরাঘুরি করে আবার চলে যান। প্রতিদিন গড়ে প্রায় ৫০-৬০জন রোগি সেবা নিতে আসেন এ কেন্দ্রে। এদের বেশিরভাগই নানান ভাবে হয়রানির স্বীকার হন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তদারকি নেই বলে এমন দুরবস্থা।
জানা যায়, এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী একজন, ভিজিটর ও একজন পিয়ন কর্মরত থাকলেও কর্মস্থলে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামনাশীষ মজুমদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নিবেন।
আপনার মতামত লিখুন :