Ad Space 100*120
Ad Space 100*120

অসহায় রোগী ও ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে সুবিধা দিচ্ছে ‘স্বপ্ন নিয়ে’


প্রকাশের সময় : ২ years ago
অসহায় রোগী ও ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে  সুবিধা দিচ্ছে ‘স্বপ্ন নিয়ে’

সারোয়ার মিরন: স্বাস্থ্য সেবা, চিকিৎসা এবং চাকুরিপ্রার্থী ঢাকাগামী রামগতি-কমলনগর উপজেলার অসহায়দের জন্য থাকার সু-ব্যবস্থা করছে ‘স্বপ্ন নিয়ে’ নামের একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। আর এর জন্য ১৬ নভেম্বর থেকে রাজধানীর শ্যামলি রিং রোডে সংস্থাটি একটি ফ্ল্যাট বাসাও ভাড়া নিয়েছে।আগামী বছরের শুরু থেকেই রামগতি ও কমলনগর উপজেলা থেকে চিকিৎসা, চাকুরির পরীক্ষা, বিশ^বিদ্যালয়সহ যে কোন ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে ঢাকাগামী যে কোন অসহায় ব্যক্তি এ বাসায় বিনামূল্যে থাকার সুবিধা পাবেন।
এ কর্মসূচি বাস্তবায়নে ঢাকার হাসপাতাল গুলোতে রামগতি-কমলনগর থেকে আগত অসহায়দের সহযোগিতার জন্য হাসপাতালভিত্তিক ৮/১০জনের একাধিক টিম গঠনের কাজ চলমান রয়েছে। এ টিম সুবিধাভোগি এবং সংস্থার সাথে সমন্বয় করবে। চাইলে আগ্রহী যে কেউ এ ডেডিকেটেড সার্পোট টিমের সহযোগীও হতে পারবেন।
২০১৭ সালের ১৩অক্টেবর রাজধানীর বিশ^ সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্যাহ আল সায়ীদ এ সংস্থাটির উদ্বোধন করেন। রামগতি-কমলনগরের একদল স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বহুবিধ সামাজিক ও উন্নয়নমূলক কাজের স¦ীকৃতি সরুপ ২০২০ সালের প্রথমদিকে সংস্থাটি সমাজসেবা অধিদপ্তর থেকে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন লাভ করে।
স্থানীয়ভাবে বিভিন্ন স্কুলে শহীদ মিনার নির্মান, অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, উপকূলীয় এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা, মেধাবি অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা, করোনাকালীন অক্সিজেন সাপোর্ট, মাদক বিরোধী কর্মসূচি, স্বাবলম্বী প্যাকেজের আওতায় হতদরিদ্রদের মাঝে রিকসা, ভ্যান এবং ক্ষুদ্র ব্যবসায় হিসেবে সহয়তা প্রদান করে আসছে। এছাড়াও পঙ্গুদের কৃত্রিম পা সংযোজন, করোনাকারে ওয়াসব্লক স্থাপন, দুর্যোগকালীন ত্রান বিতরন, রক্ত সহয়তা, চোখের চানি পড়াসহ নানান সামাজিক কাজ সম্পাদন করে আসছে সংস্থাটি।
সংস্থার নির্বাহি প্রধান মো: আশরাফুল আলম হান্নান জানান, সংস্থাটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবিক ও সামাজিক কাজ গুলো করে আসছে। যার সর্বশেষ প্রচেষ্টা রাজধানীতে বিভিন্ন শ্রেনি ও পেশার অসহায়দের থাকার ব্যবস্থা। আমরা উপলব্দি করেছি গ্রাম থেকে আসা রোগি এবং তাদের স্বজনদের থাকা খাওয়া নিয়ে কি অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয়। একজন চাকুরীপ্রার্থী এক রাতের জন্য রাজধানীতে এসে কি বিরুপ পরিস্থিতির মুখোমুখি হন। আশাকরি রামগতি-কমলনগরের অসহায়দের জন্য আমাদের এ আবাসন ব্যবস্থা কিছুটা হলেও ভূমিকা রাখবে।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন- স্বপ্ন নিয়ে, প্রধান কার্যালয়, ২৭৮ দনিয়া রোড, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬। মোবাইল- ০১৭১৭-৬০৪৬৬২, ০১৮৩৩-৮৩২১৭৩।