Mrbee

আজ রোববার লক্ষ্মীপুর পৌরসভা,রামগঞ্জ ও রায়পুর উপজেলার ২০ ইউপিতে ভোট » গ্রামীণ কন্ঠ
Ad Space 100*120
Ad Space 100*120

আজ রোববার লক্ষ্মীপুর পৌরসভা,রামগঞ্জ ও রায়পুর উপজেলার ২০ ইউপিতে ভোট


প্রকাশের সময় : ২ years ago
আজ রোববার লক্ষ্মীপুর পৌরসভা,রামগঞ্জ ও রায়পুর উপজেলার ২০ ইউপিতে ভোট

প্রতিনিধি ঃ আজ ২৮ নভেম্বর (রোববার) লক্ষ্মীপুর পৌরসভা, রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট। সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এসব এলাকায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। বিপুল সংখ্যাক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,লক্ষ্মীপুর পৌরসভার বর্তমান ওয়ার্ড সংখ্যা ১৫টি, ভোট কেন্দ্রের সংখ্যা ২৮টি, ভোটার সংখ্যা ৭১ হাজার ৩২২জন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছে ৪জন প্রার্থী, সাধারন কাউন্সিলর পদে ৮০ জন ও মহিলা কাউন্সিলর পদে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
অপরদিকে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩জন চেয়ারম্যন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৭ ইউপিতে চেয়ারম্যার পদে প্রতিদ্বন্দিতা করছেন ২৮ জন প্রার্থী। ১০ ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩২০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৫০, সাধারণ সদস্য পদে ৪২৮ এবং সংরক্ষিত সদস্য মহিলা ৯১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু তাহের জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে উপজেলার ২ নম্বর নোয়াগাঁও, ৩ নম্বর ভাদুর, ৪ নম্বর ইছাপুর, ৫ নম্বর চন্ডিপুর, ৬ নম্বর লামচর, ৯ নম্বর ভোলাকোট ও ১০ নম্বর ভাটরা ইউনিয়নসহ ৭টি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন নির্বাচন শান্তিপূর্ন করতে সকল প্রস্ততি নেওয়া হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় একটি সুন্দর নির্বাচন হবে এমন প্রত্যাশা আমাদের সকলের।