Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষে আহত-১০,অস্ত্রসহ আটক-৩১


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষে আহত-১০,অস্ত্রসহ আটক-৩১

প্রতিনিধি: আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এবং বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের মধ্যে দিয়ে লক্ষ্মীপুর পৌরসভা ও তৃতীয় ধাপের রায়পুর ও রামগঞ্জ উপজেলার মোট ২০টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।২৮ নভেম্বর (রোববার) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কেন্দ্রে ভোটরদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।

এরই মধ্যে রায়পুরে ১০টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন ও সদস্য পদে ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তবে বাকী ইউপিতে সুষ্ঠ ভোট গ্রহনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৯ প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশসহ বিপুল আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়।

এদিকে ভোটের আগেই রাতে জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর এলাকা থেকে ৩১ জনকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করে র‌্যাব ও পুলিশ। এসময় একটি এলজি, ৪টি চাপাতি, ৯টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অপর দিকে সকাল সাড়ে ৯ টার দিকে রায়পুরের ৬ নং ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালে ইউপি সদস্য পদে মোরগ মার্কা ও ভেনগাড়ি মার্কার সমর্থকদের সংঘর্ষে হয়েছে ।
এ ছাড়া বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সরকারি বালিকা উচ্ছ বিদ্যালয় কেন্দ্রে পাঞ্জাবি মার্কার কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক আল মানিকের সমর্থকদের হাতে ডালিম মার্কার প্রার্থী কাউন্সিলর আবুল খায়ের স্বপনকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।

বিকেলে রায়পুরের দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ার চর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বেসরকারী টিভি চ্যানেল এসএ টিভির সাংবাদিকদের উপর হামলা, গাড়ি ভাংচুর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের নৌকার প্রার্থী নুরে আলম জিকু মোবাইল ফোনে নির্দেশ দিয়ে এই হামলার ঘটনা বলে অভিযোগ করে জানান সাংবাদিকেরা।

অপরদিকে রায়পুরে দক্ষিণ চরবংশীর পশ্চিম চরলক্ষ্মী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রাথীর সর্মথকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে।

এসময় ইউপি সদস্য প্রাথী খালেকুজ্জামানসহ ছয়জন আহত হয়। সকাল সাড়ে নয়টার দিকে ইউপি সদস্য প্রার্থী আলমগীর হোসেন, মোহাম্মদ আলী ও খালেকুজ্জান খালেকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আলমগীর হোসেন, মোহাম্মদ আলী তার সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার সময় অপর প্রার্থী খালেকুজ্জামান খালেক বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এর আগ একই সময়ে রামগঞ্জর বাদুর ইউপির আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রাথী জাহিদ হোসেনের গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে হানুবাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এসব বিছিন্ন ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ যেকোন পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে। নাশকতার চেষ্টাকালে রামগঞ্জ থেকে ৩১ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠ ভোট অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।