Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ২০ টি ইউপি নির্বাচনে ৮টি স্বতন্ত্র ১২টিতে নৌকা প্রার্থী বিজয়ী


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে ২০ টি ইউপি নির্বাচনে ৮টি স্বতন্ত্র ১২টিতে নৌকা প্রার্থী বিজয়ী

প্রতিনিধি: ৩য় ধাপে লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টিতে নৌকা প্রার্থী ও ৮টি স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। ২৮ নভেম্বর (রোববার) রাতে জেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল – জাফর উল্লাহ দুলাল হাওলাদার (বিদ্রোহী প্রার্থী), ২নং উত্তর চরবংশী – আবুল হোসেন হাওলাদার (নৌকা) বিনা প্রতিদন্ধিতায়, ৩নং চরমোহনা – শফিক পাঠান (নৌকা মার্কা) বিনা প্রতিদন্ধিতায়,৪নং সোনাপুর ইউনিয়ন – ইউছুপ জালাল কিসমত (নৌকা), ৫নং চরপাতা ইউনিয়ন – সুলতান মামুনুর রশীদ (নৌকা), ৬নং কেরোয়া ইউনিয়ন – শাহিনুর বেগম রেখা, ৭নং বামনী – তাফাজ্জল হোসেন (নৌকা), ৮নং দক্ষিন চরবংশী – রশিদ মোল্লা (বিদ্রোহী), ৯নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন – হাওলাদার নূরে আলম জিকু (নৌকা), ১০নং রায়পুর ইউনিয়ন – শফিউল আলম সুমন চৌধুরী (নৌকা) বিনা প্রতিদন্ধিতায় এবং রামগঞ্জ উপজেলায় ১০ ইউপির মধ্যে ৬টিতেই বিদ্রোহী (স্বতন্ত্র) ও ৪টিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছে। এর এর মধ্যে কাঞ্চনপুর ইউনিয়ন নাসির উদ্দীন খাঁন (নৌকা), নোয়াগাঁও ইউনিয়ন সোহেল পাটোয়ারী (নৌকা), ভাদুর ইউনিয়ন নৌকার প্রার্থী জাবেদ হোসেন (নৌকা), ইছাপুর ইউনিয়ন আমির হোসেন খাঁন (স্বতন্ত্র), চন্ডীপুর ইউনিয়নে সুমন হোসেন (স্বতন্ত্র), লামচর ইউনিয়নে ফয়েজ উল্যাহ জিসান স্বতন্ত্র, করপাড়া ইউনিয়নে জাহিদ হোসেন মির্জা (স্বতন্ত্র), দরবেশপুর ইউনিয়ন নৌকার মিজানুর রহমান (নৌকা), ভোলাকোট ইউনিয়ন দেলোয়ার হোসেন দেলু (স্বতন্ত্র), ভাটরা ইউনিয়ন শেখ সামছুল আলম বুলবুল (স্বতন্ত্র) বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছে।