Ad Space 100*120
Ad Space 100*120

রামগঞ্জে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতারের দাবী


প্রকাশের সময় : ১ বছর আগে
রামগঞ্জে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতারের দাবী

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র সহিংসতায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সজীব (২৬) নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছে জেলা ছাত্রলীগ।
রোববার রাতে জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শেষে এই ঘোষণা দেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে কঠোর দেওয়ার হুঁশিয়ারী প্রদান করেন। উল্লেখ যে,২৮ নভেম্বর রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইছাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান শাহনাজ আক্তার। তার বিপরীতে প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেছেন উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি আমির হোসেন খান।
ভোটগ্রহণের দিন দুপুর আড়াইটার দিকে আনারসের সমর্থকরা হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা সজিবকে গুরুতর আহত করে। পরে তাকে তাকে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।