Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর রামগতিতে বাবার লাশ রেখে আলিম পরীক্ষার টেবিলে সোনিয়া


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুর রামগতিতে বাবার লাশ রেখে আলিম পরীক্ষার টেবিলে সোনিয়া

সারোয়ার মিরন: বাবার লাশ বাড়িতে রেখে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন সোনিয়া বেগম নামের এক পরীক্ষার্থী। সে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থী। ০২ ডিসেম্বর বৃহস্পতিবর শুরু হওয়া আলিম পরীক্ষায় আলেকজান্ডার কামিল মাদ্রাসা কেন্দ্রে কোরআন বিষয়ের পরীক্ষা দিচ্ছেন তিনি।
জানা যায়, ৯নং চরগাজী ইউনিয়নের চরগাজী গ্রামের আবদুল মতিন (৭০) বুধবার রাত দশটায় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। পরীক্ষার দিন সকাল ১১টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবস্থানের দাফন করা হয়।
সোনিয়ার চাচাতো ভাই মিজানুর রহমান জানান, ঘরে ভাইয়ের লাশ বাসায় রেখে সোনিয়া সকাল আটটায় পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। পরীক্ষা তেমন ভালোভাবে দিতে পারেনি সে।
রাব্বানীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো: মোয়াজ্জেম হোসেন জানান, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে আমিই হলে গিয়েছি। যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। বারবার কান্নায় ভেঙ্গে পড়ায় ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি সে। পরবর্তী হাদীস বিষয়ের পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়েছি।