Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে আটক ২ জনকে কারাগারে প্রেরণ


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে আটক ২ জনকে কারাগারে প্রেরণ

প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে ডাকাতি করার প্রস্ততি করার সময় আটক মো: রায়হান (২৮) ও আবদুল কাদের (১৮) কে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।এর আগে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে সদর থানা পুলিশে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কিছু মালামাল উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, গত সোমবার রাত ৩ টার দিকে বাসু বাজার পোলের গোড়া নামক স্থানে ধোপা বাড়ীর সামনে রাস্তার উপর ১৪/১৫ জন লোক ডাকাতির প্রস্ততি নিচ্ছে।
এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মো: রায়হান ও আবদুল কাদের কে আটক করে। এসময় বাকীরা টের পেয়ে পালিয়ে যায়।ঘটনারস্থল থেকে ডাকাতি করার কিছু মালামাল উদ্ধার করা হয়।
পরে থানার এস আই মোতাহার হোসেন বাদী হয়ে সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।