Ad Space 100*120
Ad Space 100*120

মেয়েকে ধর্ষণ পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত


প্রকাশের সময় : ১ বছর আগে
মেয়েকে ধর্ষণ পিতাকে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম জামশেদ আলম।বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ২ নম্বর আমলি আদালতের বিচারক জাহিদুল কবির এ রায় দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মিজানুর রহমান বলেন, ২০১৭ সালে বিভিন্ন সময় জামশেদ তার ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় ২০১৭ সালের ২৬ জুলাই তার স্ত্রী বাদী হয়ে মামলা করেন।এই মামলার ৪ বছর পর জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১ লাখ জরিমানা, আনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিল।

মামলার বাদী বলেন, আদালতের কাছে আসামির ফাঁসি দাবি করেছিলাম। সমাজে এমন বাবা বেঁচে থাকার অধিকার নেই। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আসামির স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে।