smart
প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়ন প্রতিষ্ঠাতা ও সাবেক বৃহত্তম ভবাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান, মুনছুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফি উল্যা মিয়ার বিএ.বিএড এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়ার মাহফিল ১৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে হোসেনপুর ঈদীল পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপি সভাপতি নুরু মিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ডা: মহিন উদ্দিন,হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, রুহুল আমিন, মরহুমের বড় ছেলে দিদার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা, মাও: নুরুল আলম, ঈদীল পুকুর জামে মসজিদের সভাপতি মাস্টার সামছুদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও: গিয়াস উদ্দিন।
এসময় বক্তারা বলেন, সফি উল্যা মিয়া বৃহত্তম ভবাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান থাকাকালে অবহেলিত ইউনিয়নের পূর্বাঞ্চলের মানুষের জন্য ব্যাপক করেছে। তিনি ভবাণীগঞ্জ থেকে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। তার অবদানের কারণে ইউনিয়নের মানুষ এখন সকল ক্ষেত্রেই সুফল পাচ্ছে।
এ ছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সব সময় মানুষের জন্য ব্যাপক কাজ করে জনপ্রিয়তা লাভ করে।
এসময় সর্বদলীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :