প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদরের কুশাখালীতে প্রচারনাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী (ঘোড়া প্রতীক) ছালেহ উদ্দিন মানিকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকা সমর্থিতদের বিরুদ্ধে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে তাকে গুরুত্বর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে স্থানীয় আহমদ মিয়ার হাট এলাকায় হামলার শিকার হন স্বতন্ত্র পরিচয়ের ইউনিয়ন য্বুদলের সাবেক সভাপতি ঘোড়া প্রতীকের বিএনপি’র এ প্রার্থী।প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার প্রার্থী মানিক জানান, দুপুরের পরে প্রতিদিনের মতো মটর সাইকেলযোগে মানিক ও তার কর্মী রেদোয়ান প্রচারণা কাজে বের হন। ঘটনার সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালায় নৌকার সমর্থক ইকবাল, আফসার, জুয়েল ও সোহেলসহ ৮/১০ জন। এসময় অস্ত্র ঠেকিয়ে তাদের উপর্যপুরি কিল ঘুষি ও লাথি মেরে বেদম মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ দিকে ঘটনার পর ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেছে পুলিশ।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।
তবে দাসের হাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মফিজ উদ্দিন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে নৌকার সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :