প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারের বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ীকে আবুল কালাম আজাদ চেক জালিয়াতি করে হয়রানি করার প্রতিবাদে বাজার বণিক সমিতির আয়োজনে প্রতিবাদ সভা শুক্রবার রাতে বাজারে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তেওয়ারীগঞ্জ বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ও হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান প্রধান শিক্ষক আহছান হাবীব, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী মনতাজুর রহমান, রহমত উল্যা প্রমুখ।
সভায় আবুল কালাম আজাদ বলেন, গত ৪/৫ বছর পূর্বে আবাবিল কো অপারেটিভ সোসাইটি লি: থেকে ঋণ গ্রহণ করি এবং তা সময় মতো পরিশোধ করি। এসময় আমার কাছ থেকে স্বাক্ষরিত ১৫০ টাকার দুটি অলিখিত স্ট্যাম্প ও অগ্রনী ব্যাংকের ভবানীগঞ্জ শাখার একটি সাদা চেক জামানত হিসেবে নেন। কিন্তু ঋণ পরিশোধ করার পরও সোসাইটি লোকজন স্ট্যাম্প ও চেক ফেরত দেওয়ার আশ^াস দিয়ে কালক্ষেপণ করেন ।
এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতিকে অবগত করেন। এরই মধ্যে সম্প্রতি আবুল কালাম আজাদের ভাই নুরুল আমিনের সাথে সোসাইটির ম্যানেজার দিদার হোসেন ও পরিচালক মো. টিপু, আনোয়ার হোসেন ফটিক এবং বাজারের একটি দোকান ভিটিকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে মো. দিদার হোসেন এবং টিপু প্রতারণার আশ্রয় নিয়ে আবুল কালাম আজাদের জমাকৃত চেকে ৯ লাখ ৫০ হাজার টাকা লিখে ব্যাংকে জমা দেন। পরে চেকটি ডিজওনার করে আইনজীবির ম্যাধ্যমে নোটিশ করে ব্যবসায়ী আজাদ কে। পরে এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি ওমর হুসাইন ইবনে ভুলু চেকটি ফেরৎ দেওয়ার আশ^াস দেয়।
কিন্তু বিষয়টি মিমাংসা না হওয়ায় আবুল কালাম আজাদ ওই তিনজনেক আসামী করে গত ১৪ ডিসেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। তিনি এ ব্যাপারে সুবিচার পেতে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় প্রতারণাকারীদের বিরুদ্ধে শাস্তি দাবি জানিয়ে ব্যবসায়ীদের হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
আপনার মতামত লিখুন :