Ad Space 100*120
Ad Space 100*120

রামগতিতে মিশুক চাপায় শিশুর মৃত্যু


প্রকাশের সময় : ১ বছর আগে
রামগতিতে মিশুক চাপায় শিশুর মৃত্যু

সারোয়ার মিরন: লক্ষ্মীপুরের রামগতিতে ব্যাটারি চালিত মিশুক (অটোরিকসা) চাপায় আয়েশা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের আদালত মোড়ের মসজিদ গেটে এ দুর্ঘটনা ঘটে। আয়েশা আক্তার রামগতি পৌরসভার ৮নং ওয়ার্ড শিক্ষাগ্রামের মো: বাবুলের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাড়ে এগারোটার সময় শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকসার নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আয়েশাকে উভয় পরিবারের সমঝোতায় উদ্যোগে দাফনের ব্যবস্থা করা হয়েছে।