Ad Space 100*120
Ad Space 100*120

রামগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : ২ years ago
রামগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর ৮ মাসের  শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ লক্ষ্মী জেলার রামগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর ড্রামের ভিতর থেকে আবু বক্কর ছিদ্দিক নামের ৮ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ জানুয়ারী) উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আকার খোনার বাড়িতে। শিশু ছিদ্দিক একই বাড়ির মোঃ ঈমাম হোসেনের একমাত্র ছেলে।এ ঘটনায় পুলিশ হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের আপন চাচী নুশরাত জাহান ইমাকে গ্রেফতার করেছে। পুলিশ শিশুটির লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। এ দিকে শিশুর পিতা বাদী হয়ে নুশরাত জাহান ইমাকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করে।
এ ব্যাপারে শিশু ছিদ্দিকের মা আফরোজা আক্তার খালেদা জানান,পারিবারিকভাবে আমার দেবর জহিরের স্ত্রীর নুসরাত জাহান ইমা সাথে বিরোধ ছিল। ধান শুকানোর জন্য ঘরের বাহিরে থাকার সুযোগে আমার ছেলেকে হত্যা করে ড্রামের ভিতর লাশ রেখে যায় ছেলেকে না পেয়ে অনেক খোঁজাখুজি করি
অভিযোগের ব্যাপারে ইমার ভাই জাহিদ হোসেন এবং মা জাহানারা বেগম জানান, ইমার ৩ বছর আগে বিয়ে হয়েছে এ মধ্যে তাঁর বাসুরের স্ত্রী তাকে ৩দিনও সুখে থাকতে দেয়নি প্রায় সময় মিথ্যে অভিযোগ এনে ইমাকে নানাভাবে নির্যাতন করা হতো। ঘটনার দিন আমি তাদের বাড়িতে গেলে মেয়ে ও আমাকে বেদম শারিরিক নির্যাতন ও মারধর করেছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইমাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে