প্রতিনিধি: র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদালত কর্তৃক একটি মাদক মামলার সাজাভুক্ত পলাতক আসামী মো: কামাল হোসেন (৪০) কে মঙ্গলবার গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার থেকে গ্রেফতার করে। পরে তাকে বেগমগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।এ ব্যাপারে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন সাংবাদিকদের জানান নোয়াখালী জেলা দায়রা নং ২৭৮/১১, জিআর-৭৯৬/১১ পলাতক আসামী এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র্যাব তাকে গ্রেফতার করে। সেই গ্রেফতার এড়ানোর জন্য প্রায় ১০ বছর যাবত পলাতক ছিল।
আপনার মতামত লিখুন :