Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও কম্বল বিতরণ


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও কম্বল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে বেকার, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এনজিও সংস্থা জেমস এর মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল এর আর্থিক সহায়তায় ১টি সেলাই মেশিন, ১ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১৫০ জনের মাঝে কম্বল বিতরন করা হয়।
রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল এর সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভঁূইয়া, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দীন বাবলু, এসিস্ট্যান্ট গভর্নর চ ল দে সরকার, ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট (ইলেক্ট) মীর শিব্বির আহমেদ, ক্লাব সেক্রেটারি এডভোকেট হোসেন আহমেদ শাহজাহান, রোটারিয়ান এডভোকেট ইকরাম উদ্দিন পারভেজ, মাহবুব এলাহী সানি, মঞ্জুরুল কাদের, রেদোয়ান খান, ইঞ্জিনিয়ার আকবর হোসেন, আহম্মদ আলী, আব্দুল কুদ্দুস পাটওয়ারী, হারুনুর রশিদ মোল্লা সহ অনেকে।