Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষীপুরে ডিসির ফোন নাম্বার ক্লোন করে অর্থ দাবি প্রতারক চক্রের


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষীপুরে ডিসির ফোন নাম্বার ক্লোন করে অর্থ দাবি প্রতারক চক্রের
লক্ষীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দের সরকারি মোবাইল ফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ দাবি করেছে একটি প্রতারক চক্র। প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া কোনো ব্যক্তি যেনো প্রতরণার শিকার না হয় সেজন্য সবাইকে সতর্ক করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার সরকারি মোবাইল ফোন নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির নিকট ফোনে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারক হতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়া তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিসি।