লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নবনির্মিত গেইটের উদ্বোধনী অনুষ্ঠান রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। ফিতা কেটে ও ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মন নুরএ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, জেলা গণপূর্ত অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী লাবণ্য বড়–য়া, সহকারী প্রকৌশলী আমিনুল বাশার, উপবিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ সাংবাদিকদের জানান প্রায় ৪০ লাখ টাকা জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে বরাদ্দ পাওয়ার পর দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করে জেলা গণপূর্ত অধিদপ্তর। ঠিকাদারী প্রতিষ্ঠান সাহেদ এন্টারপাইজের মাধ্যমে কাজটি সমাপ্ত করেন।
আপনার মতামত লিখুন :