Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে কোডেকের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে কোডেকের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ৩ প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহীর্ কর্মকর্তা মো: ইমরান হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ছালেহ উদ্দিন, কোডেকের প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগম, প্রজেক্ট অফিসার মো: হানিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩ প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেন অতিথিবৃন্দ। কোডেকের প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগম জানান এই প্রকল্পের মাধ্যমে রায়পুর, সদর ও কমলনগর উপজেলা ৩ জন করে আরও ৯ জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।