বাউফল প্রতিনিধি: ১৯৯৭ ও ২০১১ সালে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছেন। ২৩বছর পরে সদ্য শেষ হওয়া গত ৭ ফেব্রুয়ারি পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. আমির হোসেন। তবে আনুষ্ঠানিক ভাবে শপথ ও চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করা হলো না। এক বারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারে বসা হলো না। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন তিনি। তাঁর এ আকস্মিক মৃত্যুত উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নাজিরপুর ইউনিয়নে চলছে শোকের মাতাম। মৃত্যুর খবর শুনে মরহুম আমির হোসেনের বাড়িতে হাজার হাজার নেতাকর্মীরা ছুটে এসেছেন। এর আগে গতকাল (শুক্রবার) চিকিৎসার জন্য ঢাকাতে যান আমির হোসেন। তিনি বাউফল উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশে বিষায়ক সম্পাদক পদে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান (মেয়ে ও ছেলে), অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাবেক চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষায়ক উপ কমিটির সদস্য রায়হান সাকিবসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জনপ্রতিনিধিগণ শোক প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :