লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা জানান বিভিন্ন পেশার লোকজন। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর—২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভৃঁইয়া,উপজেলা প্রশাসন,জেলা ছাত্রলীগ, লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন।
এছাড়া একুশে প্রথম ফহরে প্রভাত ফেরী, সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তালন, জেলার বিভিন্ন স্কুল কলেজে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা বিকেলে টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজন আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনীর আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :