লক্ষ্মীপুর প্রতিনিধি: র্যাব—১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমান উল্যা ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মহিন উদ্দিনের দোকানের সামনে থেকে সোমবার রাতে দেশীয় তৈরি একটি পাইপগান সহ ওহাব হোসেন (২১) কে আটক করে। সেই একই এলাকার আবুল কাসেম পাটোয়ারীর পুত্র।
এ ব্যাপারে র্যাব—১১ বেগমগঞ্জ ক্যাম্পের অধিনায়ক খন্দকার মোঃ শামীম হোসেন হোসেন সাংবাদিকদের জানান, আটককৃত ওহাবের প্লাষ্টিকের বস্তায় তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান জব্দ করে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :