রামগতিতে অবৈধ দুই ইটভাটার চার লাখ টাকা জরিমানা
বার্তা কক্ষ
প্রকাশের সময় : ১ বছর আগে
রামগতিঃ-লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করার দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার ওহাব ব্রিকস ও আমব্রি ব্রিকসের স্বত্তাধিকারীকে (চার লক্ষ) টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাতে থাকা দুটি টিনের তৈরি চিমনি (বাংলা) ভেঙে দেওয়া হয়। একইসঙ্গে লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে ভাটা মালিকদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী বলেন,ভাটা পরিচালনার জন্য কোনো ধরনের লাইসেন্স ছিল না। অন্যদিকে তারা জ্বালানি কাঠ ব্যবহার করেছে। তাই অভিযান চালিয়ে ভাটাতে থাকা চিমনিগুলো নামিয়ে ফেলা হয়। এছাড়া দুটি ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :