মঙ্গলবার(১ মার্চ ২০২২) দুপুরে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী গ্রামে ঘাস কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধের হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী গ্রামের তছিম উদ্দিনের ছেলে মোঃ শুক্কুর (৬০)। স্থানীয়রা জানান, ঘাস কাটা নিয়ে বৃদ্ধ শুক্কুরের সঙ্গে প্রতিবেশী ছাইদুল ইসলামের ছেলে নজরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্কুর উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, তার বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :