Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : নোয়াখালী স্বাস্থ্য বিভাগের দুর্নীতির সংবাদ করায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ আয়োজন করা হয়। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের স ালনায় এসময় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সহ—সভাপতি জান্নাতুলে ফেরদৌস নয়ন, আনোয়ার রহমান বাবুল, মীর ফরহাদ হোসেন সুমন, কাজল কায়েসসহ অনেকে।

বক্তারা বলেন, দেশব্যাপী সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। কিন্তু দুর্নীতিবাজদের কারণে উন্নয়ন করেও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দুর্নীতিবাজরা দেশের শত্রু। সরকারের সহায়ক হিসেবে সাংবাদিকরা সেই দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে। এজন্য বারবার সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।