লক্ষ্মীপুরের রামগতিতে মোটরসাইকেল-লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রামগতি পৌরসভার ১নং ওয়ার্ডের আলেকজান্ডার-লক্ষ্মীপুর সড়কের জমিদারহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহি রিহান (১৮) ঘটনাস্থলেই নিহত হন।০৩ মে (মঙ্গলবার) বিকেল তিনটায় লক্ষ্মীপুরগামী লেগুনার সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি লেগুনা আটক করে।
নিহত রিহান আশ্রম বাজার এলাকার আজাদ মিকারের ছেলে। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :