লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় স্থায়ী শুমারী/ জরীপ কমিটির সভা ১৬ মে (সোমবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেসবাহ উদ্দিন বাপ্পী, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুনির হোসেন চৌধুরী, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ—পরিচালক হারুন অর—রশীদ প্রমুখ। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আসন্ন জনশুমারী সফল ও সার্থক করতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :