Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরের রামগতিতে বাবার করা মামলায় দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরের রামগতিতে বাবার করা মামলায় দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতিতে বাবার করা মামলায় দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ৬নং চরআলগী ইউনিয়নের চর হাসান হোসেন এর আবদুল মান্নানের ছেলে ফজলুর রহমান (২২) এবং মোঃ রাহাদ (১৯)।আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা সূত্রে ২৩মে (সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় নুরীয়া হাট বাজারে থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলা নং সিআর ৩২৩/২০২১ইং।

জানা যায়, স্থানীয় নুরীয়া হাজীর হাট বাজারের ব্যবসায়ী রিকসা মিকার মোঃ আবদুল মান্নানকে পারিবারিক ঝামেলার সূত্র ধরে তার দুই ছেলে মারদোর করে আসছিলেন। এরই প্রেক্ষিত তার দু ছেলেকে আসামী করে মামলা করেন তিনি।এলাকাবাসী সূত্রে জানা গেছে ভিন্ন কথা। মান্নান মিকার প্রায়শই তার স্ত্রীকে প্রহার করতেন। ছেলেরা এতে বাধা দিলে দু ছেলেকেই উল্টো মারদোর করতেন। গত কয়েকমাস হলো দোকান থেকে বের করে দিয়েছেন ছেলেদের। বাবার এসব কর্মকান্ডের বিরোধিতা করায় ছেলেদের নামে উল্টো মামলা দিয়েছেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের  আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।