Mrbee

লক্ষ্মীপুর শাকচর ইউনিয়নে পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ » গ্রামীণ কন্ঠ
Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর শাকচর ইউনিয়নে পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুর শাকচর ইউনিয়নে পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ০২ জুন (বৃহস্পতিবার) সকালে ইউপি পরিষদ প্রাঙ্গণে বি তদের অধিকার প্রকল্প এনআরডিএস এর আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। শাকচর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবার উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, বি তদের অধিকার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব কুমার ভৌমিক, প্রকল্প কর্মকর্তা আরজুর রহমান,ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মো: খোকন, ইউপি সদস্য মো: ওমর ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে ইউপি সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পঞ্চম বার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেন।
এ ব্যাপারে বি তদের অধিকার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব কুমার ভৌমিক জানান পরিকল্পনা প্রকাশের মাধ্যমে ইউনিয়নে নাগরিক সেবা বৃদ্ধি পাবে এবং মানুষ পরিষদের বিভিন্ন প্রকল্প বিষয়ে সুপারিশ, অভিযোগসহ যে কোন ধরনের মতামত প্রকাশ করতে পারে। প্রকল্পের উদ্দেশ্যে হলো প্রান্তিক জনগোষ্ঠী তাদের অধিকার ও ইউপি পরিষদ বিভিন্ন সেবা গ্রহন সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
এসময় ইউপি সদস্য, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকবৃন্দ উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।