Mrbee

মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার » গ্রামীণ কন্ঠ
Ad Space 100*120
Ad Space 100*120

মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : ১ বছর আগে
মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে নৌকাডুবে মো. সাঈদ মাহবুব (৩৫) নামে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে নিখোঁজের দুদিন পর উপজেলার বড়খেরী ইউনিয়নের ওশখালী মেঘনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাঈদ মাহবুব নওগাঁ জেলার পোরশা এলাকার জহির উদ্দিনের ছেলে। তিনি লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ কাজের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের তদারকিকারক (সুপারভাইজার)। বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার সোনালী গ্রামের উকিলপাড়া এলাকায় মেঘনা নদী নৌকায় উঠতে গিয়ে পন্টুন থেকে সাঈদ মাহবুবসহ ৫ জন নদীতে পড়ে যান। অন্য ৪ জন সাঁতড়িয়ে কূলে উঠতে পারলেও তিনি উঠতে পারেননি। সাঈদ স্রোতের সঙ্গে নদীতে তলিয়ে গেছেন। পরদিন সকালে চাঁদপুর থেকে ৩ সদস্যের ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম চালানো হয়। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। নদীর পানির স্রোত বেড়ে যাওয়া পরবর্তীতে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বড়খেরী ইউনিয়নের ওশখালী এলাকায় সাঈদের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ীর পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আহম্মদ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার ভাই ইমামুল হকের কাছে হস্তান্তর করা হয়।