Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রফিকুল ইসলাম বাবলু নামে এক সৌদি প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের নুর বক্স সওদাগর বাড়ীতে এঘটনা ঘটে। এসময় মুখোশধারী ডাকাতদলের হামলায় প্রবাসীর বাবা আনোয়ার হোসেন আহত হয়েছেন। রফিকুল ইসলাম বাবলূ নুর বক্স সওদাগর বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ও চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন সোমবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
প্রবাসীর বাবা আনোয়ার হোসেন জানান, মা, দুই নাতিন ও স্ত্রীকে নিয়ে প্রতিদিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে তিনি শব্দ পেয়ে দেখতে পান পিছনের দরজা ভেঙ্গে ৭/৮ জন মুখোশধারী ঘরে প্রবেশ করে। এসময় শোর চিৎকার করলে তাকে মারধর করে পরিবারের অন্য সদস্যদের অস্ত্র দিয়ে জিম্মি করে ফেলে। প্রায় ঘন্টাখানেক ডাকাতিকালে তারা ঘরে থাকা নগদ ডলার ও সৌদি রিয়াল আনুমানিক বাংলাদেশী ছয় লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার লুট করে চলে যায়। চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত চলছে।