Ad Space 100*120
Ad Space 100*120

মার্সেল শো-রুম থেকে ফ্রিজ কিনে খাসি পেলেন মাদ্রাসার শিক্ষক


প্রকাশের সময় : ১১ মাস আগে
মার্সেল শো-রুম থেকে ফ্রিজ কিনে খাসি পেলেন মাদ্রাসার শিক্ষক
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে মা ইলেকট্রনিক্স মার্সেল শো-রুম থেকে ফ্রিজ কিনে খাসি উপহার পেলেন ইউসুফ নামে এক মাদ্রাসার শিক্ষক। শনিবার (৯ জুলাই)  ৪০ হাজার টাকায় ফ্রিজ কিনে ক্রাচ কার্ড ঘষে খাসি উপহার জিতলেন স্থানীয় এই মাদ্রাসার শিক্ষক।এ সময় মা ইলেকট্রনিক্স হাউজের সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেন শান্ত ও বাজার বনিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মহিন উদ্দিন উপহারের খাসিটি হস্তান্তর করে।
মাদ্রাসার শিক্ষক ইউসুফ জানান,তেওয়ারীগঞ্জ বাজার মা ইলেকট্রনিক্স হাউজ থেকে মার্সেলের ফ্রিজ কিনে খাসিটি উপহার পেয়ে খুবই আনন্দিত।প্রসঙ্গত: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ওয়াল্টন ও মার্সেল ফ্রিজ কিনলে বিভিন্ন পরিমানের অর্থ সহ নগদ ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার চলছে। জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে এই অফার।