Ad Space 100*120
Ad Space 100*120

মেঘনায় ডুবোচরে আটকা পড়েছে ফেরি কনকচাঁপা


প্রকাশের সময় : ১ বছর আগে
মেঘনায় ডুবোচরে আটকা পড়েছে ফেরি কনকচাঁপা

ডেস্ক : লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মালবাহী ট্রাকসহ ফেরি কনকচাঁপা মেঘনা নদীর চরে উঠে আটকা পড়েছে। শনিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।রাত সাড়ে ১১টার দিকে ফেরিতে থাকা বাবুর্চি আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অন্যের পরিবর্তে বাবুর্চির দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, দুটি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কনকচাঁপা মজু চৌধুরীর হাট ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘাট থেকে আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনা নদীর জেগে উঠা চরে উঠে আটকা পড়ে। একপর্যায়ে ফেরিটি একপাশ নদীর দিকে হেলে পড়ে। তাৎক্ষণিক ঘাট থেকে ফেরি কদম এনে আটকেপড়া কনকচাঁপাকে হেলান দিয়ে রাখা হয়েছে। তবে ফেরিতে কোনো যাত্রী নেই।

মজু চৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, ঘটনাটি আমার জানা নেই। খবর নেয়া হবে।