Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে গাঁজাসহ আটক যুবকের ২০ দিনের কারাদন্ড


প্রকাশের সময় : ৭ মাস আগে
লক্ষ্মীপুরে গাঁজাসহ আটক যুবকের ২০ দিনের কারাদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের লামচরি পুরাতন গো হাটা সড়কের পাশে দুলাল স্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ০৪ সেপ্টেম্বর (রোববার) দুপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ আবুল কালাম পাটোয়ারী (৩৫) কে আটক করে। সেই একই এলাকার মৃত সামছুল ইসলামের পুত্র।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: আসাদুজ্জামান সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ আবুল কালাম কে আটক করা হয়।
পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার অমিত কুমার বিশ^াস এক রায়ে আবুল কালাম কে ২০ দিনের কারাদন্ড ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয়। তাকে পুলিশের মাধ্যমে বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।