Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জামায়াত নেতার অফিসে পুলিশের তল্লাসী আটক-২


প্রকাশের সময় : ১২ মাস আগে
লক্ষ্মীপুরে জামায়াত নেতার অফিসে পুলিশের তল্লাসী আটক-২

প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ তেমুহনী এলাকায় জামায়াত নেতা আবদুর রহমানের অফিস কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। এসময় জামায়াত নেতা অধ্যাপক আবদুর রহমান ও অফিস সহকারী নুরুল ইসলাম সুমন কে পুলিশ আটক করে।
স্থানীয়রা জানান আইনশৃঙ্খলা বাহিনীর তাদের আটকের পর অফিসটি ঘিরে রেখে তল্লাসী চালাচ্ছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ এই অভিযান চালায়। এসময় জেলা জামায়াতের শূরা সদস্য আবদুর রহমান ও অফিস সহকারী নুরুল ইসলাম সুমন কে আটক করে।এ বিষয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক সাংবাদিকদের জানান, দুই ব্যক্তিকে থানায় পাঠানো হয়েছে। জামায়াতের ওই অফিসে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বই রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযান চলছে।