Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সম্মাননা ও পদক বিতরণ


প্রকাশের সময় : ৬ মাস আগে
লক্ষ্মীপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সম্মাননা ও পদক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সম্মাননা ও পদক বিতরনী ২৬ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরএ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। বিগত ২০১৪,২০১৫ ও ২০১৬ সালের এই সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সম্মাননা প্রাপ্তরা হলেন যদু গোপাল দাস, রাতে শ্যাম পাটোয়ারী, এ্যাড: প্রদীপ কুমার পাল রবি, এস এম জাহাঙ্গীর, হায়দার আলী বয়াতী, অলোক কুমার কর, বেনী মাধব মজুমদার,বিশ^নাথ সাহা, নিজামুল ইসলাম, হোসেন বয়াতী, অঞ্জন দাস, স্বপন চক্রবর্তী, বিধু বধূন দাস। এর মধ্যে যারা ইতিমধ্যে মারা যায় তাদের পরিবারের হাতে এবং যারা জীবীত রয়েছে তাদের হাতে ক্রেষ্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।