Ad Space 100*120
Ad Space 100*120

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে লক্ষ্মীপুরে কোরআন খতম, মিলাদ-দোয়া ও কেক কাটা


প্রকাশের সময় : ১২ মাস আগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে লক্ষ্মীপুরে কোরআন খতম, মিলাদ-দোয়া ও কেক কাটা

লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে মেয়রের আয়োজনে কোরআন খতম, আলোচনা সভা মিলাদ-দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে মেয়রের জনতার ঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন,
পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মো. গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সদর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট মো. জহির উদ্দিন বাবর, সাবেক ছাত্রনেতা ইউনুছ হাওলাদার রুপম, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ ।