লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় (৫- ১১ বছর) বয়সী শিশুদের করোনার টিকা দেয়ার বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবির, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়রদার মাসুম ভূইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: নার্গিস পারভীন, পৌরসভার সচিব মো: আলাউদ্দিন, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, পৌর ইপিআই ইনচার্জ আবদুল্লাহিল হাকিম সুমন উপস্থিত ছিলেন। পৌরসভায় ১৫৭ টি বিদ্যালয়ে ০৫-১১ বছর বয়সী মোট ২৯ হাজার ১ শত ৪২ জন শিশুকে টিকা দেওয়া হবে।
জেলায় প্রায় সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজারের বেশি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। টিকা নিতে আসা এসব ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, ্এক সময় টিকা নিতে ভয় থাকলেও এখন আর ভয় লাগছেনা। করোনা আক্রান্ত থেকে মুক্ত থাকতে টিকা নিতে আগ্রহ রয়েছে। পাশাপাশি টিকা দিতে পেরে খুশি তারা। টিকা দিতে পারলে স্বাস্থ্য ভালো থাকবেও বলে জানান শিক্ষার্থীরা।
সিভিল সার্জন আহমেদ কবির জানায়, ৫-১১ বছর বয়সী শিশুদের দেয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা। প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়া যাবে। তবে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও ব্যাপক সাড়া দেখা গেছে।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, জেলায় শিশুদের করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহ চলবে এ কার্যক্রম। এ জেলায় ২ লাখ ৪৩ হাজার ৪শ শিশুকে দেয়া হবে এ করোনার টিকা।
তবে টিকা নিতে ব্যাপক আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। কেউ বাদ পড়বেনা এ কার্যক্রম থেকে। শিশুদের নিরাপদ রাখতে সরকারের এই উদ্যোগে সকলের সহযোগীতা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :