লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট থেকে রায়পুর উপজেলার আলতাফ মাস্টার ঘাট পর্যন্ত মেঘনায় নৌপুলিশ ও জেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে রোববার সকাল ১০.টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে ও ৩ টি নৌকা আটক করে। আটককৃতরা হলেন রুবেল মাঝি (২২), মো: খলিল হোসেন (২০), আলমগীর দেওয়ান (৫০), রাজিব মাঝি (২২), আরিফ মোতারিফ (১৮), আফজাল ব্যাপারী (১৯)। এ ছাড়াও একই সময় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান গত ২৪ ঘন্টায় মেঘনা নদীতে মৎস্য বিভাগ/ নৌপুলিশের যৌথ অভিযানে আড়াই লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজী ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় ৬ জেলেকে এবং ৩ টি নৌকা আটক করা হয়। জাল গুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ গুলো এতিম ও দরিদ্রদের মাঝে বিতরন করা হয়। নৌকা গুলো স্থানীয় ভাবে জিন্মায় রাখা হয়েছে।
সদর উপজেলার নৌ পুলিশের ইনচার্জ মো: আবু তাহের মিয়া জানান, যৌথ অভিযান ৬ জেলেকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :