Mrbee

লক্ষ্মীপুরে বীর মুক্তিযুদ্ধাদের মাঝে স্মাট কার্ড ও ডিজিটাল সনদ বিতরন » গ্রামীণ কন্ঠ
Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে বীর মুক্তিযুদ্ধাদের মাঝে স্মাট কার্ড ও ডিজিটাল সনদ বিতরন


প্রকাশের সময় : ১১ মাস আগে
লক্ষ্মীপুরে বীর মুক্তিযুদ্ধাদের মাঝে স্মাট কার্ড ও ডিজিটাল সনদ বিতরন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ২৭২ জন জীবিত বীর মুক্তিযুদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মাট আইডি কার্ড এবং মৃত ৩৫০ জন মুক্তিযুদ্ধাদের মাঝে সনদ বিতরনী ৩১ অক্টোবর (সোমবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু,বীর মুক্তিযুদ্ধা আ ও ম সফিক উল্যা, হামদে রাব্বি, রেজ্জাকুল হায়দার, মাহবুবুল আলম, সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া, তোফায়েল আহমেদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ জীবিত সদর উপজেলার ২৭২ জন মুক্তিযুদ্ধার মাঝে সনদ ও স্মাট কার্ড এবং মৃত মুক্তিযুদ্ধা স্বজনদের মাঝে সনদ বিতরন করেন অতিথিবৃন্দ।