Ad Space 100*120
Ad Space 100*120

পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন নারী


প্রকাশের সময় : ১০ মাস আগে
পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন নারী

জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাঁচ বছর ধরে নিখোঁজ থাকা আমেনা বেগম নামে ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন পঞ্চগড় জেলার মানসিক ভারসাম্য হীন ওই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে পুলিশ প্রটেকশনে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। পাঁচ বছর পর স্বামী তাঁর স্ত্রীকে ও সন্তান তার মা কে ফিরে পেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই পুলিশের লক্ষ্য। আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।