Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ৪টি ইউনিয়নে এমপি পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : ৯ মাস আগে
লক্ষ্মীপুরে ৪টি ইউনিয়নে এমপি পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর আসনের এমপি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা একে এম আলহাজ¦ একে এম শাহজাহান কামাল এর পক্ষ থেকে  ১৯ ডিসেম্বর (রোববার) বিকেলে সদর উপজেলার বাঙ্গাখাঁ, লাহারকান্দি, মান্দারী ও উত্তর জয়পুর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে অসহায় গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির পুত্র ফাহিম কামাল চৌধুরী উৎপল, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফিরোজ, সদর থানা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেন রাজু মান্দারী ইউনিয়নে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মো: মাসুদ প্রভাষক প্রমুখ।
এ ছাড়া লাহারকান্দি ও উত্তরজয়পুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রত্যেক ইউনিয়নে ৫শতাধিক করে মোট ৪ ইউপিতে ২০০০ কম্বল বিতরন করা হয় বলে আয়োজকরা জানান।