লক্ষ্মীপুর প্রতিনিধি: উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায় এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ২ জানুয়ারী (সোমবার) জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, সহকারী পরিচালক আবদুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, ইউনিয়ন সমাজকমীর্ মনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে ১৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার চেক তুলে দেন অতিথিবৃন্দ। এসময় সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন এনজিও নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :