লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মো: কাউছার, সাবেক দপ্তর সম্পাদক ও দৈনি খবর পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন জবু ও সিনিয়র সদস্য ও দৈনিক সবুজ দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো: আবুল বাতেন এর মৃত্যুতে স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিল ১৫ জানুয়ারী (রোববার) সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, গাজী গিয়াস, আজিজুল হক, এম জে আলম, তোহিদুর রহমান, জহির উদ্দিন, জান্নাতুল ফেরদাউস, কামাল উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান মাও: জসিম উদ্দিন। এসময় ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, সাংবাদিক কাউছার গত ৩১/১২/২০২২, ইসমাইল হোসেন জবু ১৬/১২/২০২২ ও আবদুল বাতেন গত ০১/১০/২০২২ ইং তারিখে মৃত্যু বরণ করেন।
আপনার মতামত লিখুন :