Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের গাছে ধাক্কা, প্রাণ গেল চালক—হেলপারের


প্রকাশের সময় : ৪ মাস আগে
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের গাছে ধাক্কা, প্রাণ গেল চালক—হেলপারের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মালবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা লেগে চালক নুর নবী (৩০) ও হেলপার মো. সিরাজ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার রামগতি সড়কের মিয়ার বেড়ির উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপভ্যান চালক নুর নবী সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের শাহ আলমের ছেলে এবং হেলপার সিরাজ একই এলাকার রফিকের ছেলে। লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত গতিতে গাড়ীটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা মারে। এসময় ঘটনাস্থলেই তারা মারা যান।